কুষ্টিয়ার মিরপুর উপজেলার আমলা ইউনিয়নের কচুবাড়ি এলাকা থেকে অপহরণের শিকার যুবক মো. শিশিরকে উদ্ধার করেছে পুলিশ। গতকাল সকাল সাড়ে ১১টার দিকে পুলিশ নওয়াপাড়া চাষি ক্লাব এলাকার আবিরের বাড়ি থেকে তাকে উদ্ধার করে। পুলিশ জানায়, গত বৃহস্পতিবার ভেড়ামারা থেকে শিশিরকে অপহরণ করে এনে আবিরের বাড়িতে আটকে রেখে নির্যাতন করা হয়। এ ঘটনায় প্রধান অভিযুক্ত মো. আবিরকে ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর আগে ভুক্তভোগীর পরিবার শিশিরকে উদ্ধারের জন্য মিরপুর ও ভেড়ামারা থানায় একাধিকবার অভিযোগ করেন। এ ঘটনায় স্থানীয়রা অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
আপনার মতামত লিখুন :