ঢাকা শনিবার, ১৬ আগস্ট, ২০২৫

দুই শিশুকে ধর্ষণ মামলায় ১০ বছর কারাদন্ড 

নওগাঁ প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ১৪, ২০২৫, ১২:২১ এএম

নওগাঁর সাপাহারে টিভি দেখার প্রলোভন দিয়ে দুই শিশুকে ধর্ষণ চেষ্টা মামলায় আজিমুদ্দিন (৫৫) নামের এক আসামিকে ১০ বছর সশ্রম কারাদ-ের আদেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে ৫০ হাজার টাকা অর্থদ- এবং অনাদায়ে আরও তিন মাস বিনাশ্রম কারাদ- দেওয়া হয়। গতকাল বুধবার বেলা সাড়ে ১১টার দিকে নওগাঁর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক মো. মেহেদী হাসান তালুকদার এ রায় দেন। এ সময় আসামি আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০২০ সালের ১৮ আগস্ট বিকেলে উপজেলার মির্জা পুর গ্রামে আজিমুদ্দিন একই গ্রামের ছয় বছর বয়সি দুই শিশুকে টিভি দেখার প্রলোভন দিয়ে নিজবাড়িতে ডেকে নিয়ে যায়। এরপর দুই শিশুকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে। বিষয়টি জানতে পেরে শিশুর বাবা সাপাহার থানায় অভিযোগ দিলে তদন্ত শেষে আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়। এ মামলায় আদালত ১৪ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে গতকাল এই রায় দেন বিচারক। রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) অ্যাডভোকেট রেজাউল করিম এ রায়ে সন্তোষ প্রকাশ করেন। আর আসামি পক্ষের কৌঁসুলি আব্দুর রাজ্জাক উচ্চ আদালতে আপিল করার কথা জানান।