ঢাকা শনিবার, ১৬ আগস্ট, ২০২৫

বলিউডের নায়কদের বদমাশ ও অসভ্য বললেন কঙ্গনা

বিনোদন ডেস্ক
প্রকাশিত: আগস্ট ১৬, ২০২৫, ০৯:৪২ এএম
অভিনেত্রী কঙ্গনা রানাউত। ছবি- সংগৃহীত

সবসময় স্পষ্টভাষী, আপসহীন ও বিতর্কের কেন্দ্রবিন্দু- অভিনেত্রী কঙ্গনা রানাউতের নাম। বলিউডের গ্ল্যামার জগতে নিজের একক লড়াইয়ে উঠে আসা এই অভিনেত্রী ফের একবার ঝড় তুললেন। সম্প্রতি দেওয়া এক সাক্ষাৎকারে তিনি মুখ খুলেছেন চলচ্চিত্র জগতের পুরুষতান্ত্রিক মনোভাব, সহ-অভিনেতাদের অসভ্য আচরণ এবং ইন্ডাস্ট্রির নীরব সহমত নিয়ে।

তিনি শুধু অভিযোগই তোলেননি, বরং নিজের লড়াইয়ের অভিজ্ঞতা সামনে এনে প্রশ্ন তুলেছেন- ‘নায়িকাদের প্রতি এত তাচ্ছিল্য কেন? তারা কি শুধু সাজসজ্জার উপকরণ?

সাক্ষাৎকারে কঙ্গনাকে প্রশ্ন করা হয়, তিনি কখনো কোনো সহ-অভিনেতার অনাকাঙ্ক্ষিত ব্যবহার বা হেনস্তার মুখোমুখি হয়েছেন কি না?

জবাবে কঙ্গনা বলেন, ‘আমি খুব বেশি নায়কদের সঙ্গে কাজই করিনি! কারণ বলিউডের বেশির ভাগ নায়কই অসভ্য।’

তিনি আরও বলেন, ‘আমি শুধু যৌন হেনস্তার কথা বলছি না। ওরা শুটিংয়ে দেরি করে আসে, নায়িকাদের অপমান করে, গুরুত্বহীন করে দেয়, ছোটো ভ্যানিটি ভ্যান দেয়। আমি এসব মুখোমুখি হয়েছি। প্রতিবাদ করায় আমার বিরুদ্ধে একাধিক মামলা হয়েছে। অথচ ইন্ডাস্ট্রির বেশির ভাগ মেয়েই এসব মেনে নেয়।’

২০০৬ সালে অনুরাগ বসুর ‘গ্যাংস্টার’ ছবি দিয়ে বলিউডে পা রাখেন কঙ্গনা রানাউত। এরপর ‘ওহ লমহে’, ‘লাইফ ইন এ মেট্রো’, ‘ফ্যাশন’, ‘তনু ওয়েডস মনু’, ‘কুইন’-এর মতো সিনেমায় নিজের অভিনয়ের দক্ষতায় প্রশংসিত হন।

সর্বশেষ তিনি নিজের পরিচালনায় নির্মিত ছবি ‘এমার্জেন্সি’-তে ইন্দিরা গান্ধীর ভূমিকায় অভিনয় করেন। যদিও সমালোচকদের প্রশংসা পেলেও ছবিটি বক্স অফিসে তেমন সাড়া ফেলতে পারেনি। বর্তমানে তিনি হিমাচল প্রদেশের মান্ডি থেকে সাংসদ হিসেবে দায়িত্ব পালন করছেন।

শোনা যাচ্ছে, তিনি আবারও বড় পর্দায় ফিরছেন আর. মাধবনের সঙ্গে, ‘তনু ওয়েডস মনু’ সিরিজের একটি নতুন প্রকল্প ‘সার্কেল’-এর মাধ্যমে। দর্শকদের মধ্যে এরই মধ্যে এই জুটিকে ঘিরে উত্তেজনা তুঙ্গে।