ঢাকা বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫

বিচারের দাবি

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ১৪, ২০২৫, ০৭:২০ এএম

টাঙ্গাইলের ঘাটাইলে সংগ্রামপুর ইউনিয়নের কাউটেনগর গ্রামে জমিসংক্রান্ত বিরোধে চারজনকে কুপিয়ে জখম ও হত্যার চেষ্টার প্রতিবাদে আসামিদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।

গত মঙ্গলবার বিকেল ৫টায় কাউটেনগর এলাকায় এলাকাবাসী আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বক্তারা বলেন, ঘটনার ১৯ দিন পেরিয়ে গেলেও আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। তারা ভুক্তভোগীদের মামলা তুলে নিতে হুমকি দিচ্ছে। আসামিরা প্রভাবশালী হওয়ায় এলাকায় দাপটে থাকে। নিরহ মানুষদের নির্যাতন করে। তাদের কারণে গ্রামে থাকা কঠিন হয়ে পড়েছে। এ সময় আসামিদের দ্রুত গ্রেপ্তার করে সুষ্ঠু বিচারের দাবি জানান তারা।

ঘাটাইল থানার ওসি মীর মোশারফ হোসেন জানান, ১১ জনকে আসামির মধ্যে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। ছয়জন জামিনে রয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।