ঢাকা শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫

নারীর মৃত্যু

রূপালী ডেস্ক
প্রকাশিত: আগস্ট ১৫, ২০২৫, ০২:৫৯ এএম

চট্টগ্রামের সীতাকু- উপজেলার ছোটদারোগারহাট এলাকায় ময়মনসিংহগামী বিজয় এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় এক অজ্ঞাত নারীর (৫০) মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে সীতাকু--বারতাকিয়া রেলওয়ে সেকশনের কিলোমিটার ৪১/৯-৪২/০ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সীতাকু- স্টেশন মাস্টারের লিখিত প্রতিবেদনে জানানো হয়, আপ লাইন সংলগ্ন স্থানে এক নারীর মরদেহ পড়ে থাকতে দেখা যায়। খবর পেয়ে সীতাকু- রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রেললাইনের ওপর অবস্থান করার সময় বিজয় এক্সপ্রেসের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহতের পরিচয় এখনো জানা যায়নি। সীতাকু- রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই (নিঃ) মো. আশরাফ ছিদ্দিক জানান, আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।