ঝালকাঠির নলছিটিতে ‘আগামীর বাংলাদেশ সম্পর্কে তারুণ্যের ভাবনা’ শীর্ষক আলোচনা ও অঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্তদের সংবর্ধনা দেওয়া হয়েছে। এ উপলক্ষে গতকাল নলছিটি মার্চেন্টস মাধ্যমিক বিদ্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় বিভিন্ন বিদ্যালয়ের ৩৫ জন শিক্ষার্থীকে জিপিএ ৫ পাওয়ায় সংবর্ধনা ও ক্রেস্ট দেওয়া হয় এবং ৬ জন শিক্ষার্থীকে অঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী হওয়ায় পুরস্কৃত করা হয়েছে। সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট অহিদুল ইসলাম অপুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির নির্বাহী কমিটির ধর্মবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল, বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট কে এম আনিচুর রহমান প্রমুখ।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন