চট্টগ্রামের সীতাকুন্ড- উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের মাদামবিবি হাট, চেয়ারম্যান ঘাটা এলাকায় গত শুক্রবার রাত ৯টার দিকে কামাল মার্কেটে ভয়াবহ আগুন লেগে প্রায় ২০-২৫টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে জানা গেছে, আগুনের সূত্রপাত হয়েছিল একটি দোকানের শর্টসার্কিট থেকে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে বাজারে থাকা বেশ কিছু দোকানে থাকা গ্যাস ও অক্সিজেন সিলিন্ডারের বিস্ফোরণের ঘটনা ঘটে। আগুনে প্রাথমিক ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় পাঁচ কোটি টাকার বেশি বলে ধারণা করা হচ্ছে।
স্থানীয়রা জানান, আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। কিন্তু ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজটের কারণে সরাসরি পৌঁছাতে কিছুটা সময় লেগেছে। রাত সাড়ে ১০টার দিকে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে। কুমিরা ফায়ার সার্ভিস স্টেশনের আল মামুন জানান, আগুনের সঠিক কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিশ্চিতভাবে জানা যায়নি।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন