বগুড়া সদর উপজেলা যুবদল আহ্বায়ক অতুল চন্দ্র দাসের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করেছেন উপজেলা যুবদলের নেতাকর্মীরা। গতকাল সকালে শহরের নবাববাড়ী সড়কে অবস্থিত বিএনপি কার্যালয়ের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা বলেন, সদর উপজেলা যুবদলের আহ্বায়ক অতুল চন্দ্র দাসের ওপর হামলার ঘটনায় মামালা করা হলেও এখন পর্যন্ত আসামিদের গ্রেপ্তার করা হয়নি। হামলাকারীরা প্রকাশ্যে ঘুরে বেড়ালেও প্রশাসন নীরব ভূমিকা পালন করছে। প্রশাসনের এমন নীরব ভূমিকায় সাধারণ জনগণ নিরাপত্তাহীনতার শঙ্কায় রয়েছেন। অতুল চন্দ্রের ওপর যারা পরিকল্পিতভাবে হামলা করেছে, তাদের অতি দ্রুত গ্রেপ্তার করতে হবে। মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম। এ সময় উপস্থিত ছিলেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক আবু হাসানসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন