ঢাকা শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫

হিল্লা বিয়ে না করায় ‘সমাজচ্যুত’ দিনমজুর

আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ২২, ২০২৫, ০৭:২৬ এএম

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার রায়কালী ইউনিয়নের বালুকাপাড়া গ্রামের দিনমজুর জলিল প্রামাণিককে ‘সমাজচ্যুত’ করে রাখার জের ধরে প্রতিপক্ষের লোকজন তাকে মারধর করেছেন। এ ঘটনায় গত মঙ্গলবার রাতে থানায় একটি মামলা করেছেন।

গ্রামবাসী সূত্রে জানা গেছে, পারিবারিক কলহের কারণে আব্দুল জলিল প্রামাণিক রাগের মাথায় তার স্ত্রীকে তালাক দেন। এ ঘটনার ২৯ দিন পর তিনি পুনরায় স্ত্রীকে বিয়ে করেন। এ ঘটনায় গ্রাম্য মাতব্বররা ক্ষুব্ধ হয়ে আব্দুল জলিল প্রামাণিকের পরিবারকে সমাজচ্যুত করে রাখেন। গত ১৫ আগস্ট রাত আটটার দিকে গ্রামের মসজিদের দিকে রওনা হন জলিল। এ সময় মাতব্বররা তাকে দুই দফায় প্রচ- মারধর করেন। এতে তার বাম হাতের হাঁড় ভেঙে যায়। এ ঘটনায় তিনি থানায় আটজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

আব্দুল জলিল রূপালী বাংলাদেশকে বলেন, আমি রাগের মাথায় স্ত্রীকে তালাক দিয়েছিলাম। ২৯ দিন পর আবার বিয়ে পড়ে নিয়েছি। এ কারণে গ্রামের মাতব্বর রকি খান, মিল্টন খাঁ, আবু সুফিয়ানসহ আরও ১০-১২ জন আমাকে সমাজচ্যুত করেছেন। তালাক দিলে পুনরায় বিয়ে করা যাবে ঢাকার একজন মুফতির মতামত নিয়ে আসার পরও তারা মানেনি। তারা বলছে হিল্লা বিয়ে ছাড়া আমার বিয়ে বৈধ হবে না। তারা আমাকে দীর্ঘ ১৮ মাস ধরে গ্রামের মসজিদে নামাজ আদায় করতে ও জানাজায় শরিক হতে দেননি।  সমাজচ্যুত করার জের ধরে মসজিদে যাওয়ার সময় মাতব্বরদের একাংশের লোকজন আমাকে মেরে হাত ভেঙে দিয়েছে।

রায়কালী ইউপির চেয়ারম্যান আব্দুর রশীদ ম-ল রূপালী বাংলাদেশকে বলেন, তিনি রাগের মাথায় স্ত্রীকে তালাক দিয়েছিলেন। এ ঘটনায় গ্রামের মাতব্বরেরা আব্দুল জলিলকে সমাজচ্যুত করেন। সমাজচ্যুতের ঘটনার জের ধরে আব্দুল জলিলকে মারধর করা হয়েছে।  এতে তার বাম হাত ভেঙেছে বলে জানতে পারি।

আক্কেলপুর থানার ওসি শফিকুল ইসলাম রূপালী বাংলাদেশকে বলেন, আব্দুল জলিল প্রামাণিক থানায় একটি অভিযোগ দিয়েছিলেন। অভিযোগটি তদন্ত করে ঘটনার সত্যতা পাওয়ায় সেটি মঙ্গলবার মামলা হিসেবে রেকর্ড করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের জোর চেষ্টা চলছে।