ঢাকা শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫

ডাকসু নির্বাচন: যা করতে পারবেন না প্রার্থীরা

রূপালী ডেস্ক
প্রকাশিত: আগস্ট ২২, ২০২৫, ০৮:৫৬ এএম
ছবি -সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) এবং হল সংসদ নির্বাচনের আচরণবিধি জারি করা হয়েছে। 

বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) ডাকসু ও হল সংসদ নির্বাচনের প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই আচরণবিধির ঘোষণা দেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্বাচনে অংশগ্রহণকারী কোনো প্রার্থী/পক্ষ বৃহস্পতিবার থেকে আগামী ১০ সেপ্টেম্বর পর্যন্ত স্বপ্রণোদিত হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক কোনো ধরনের সেবামূলক কাজে অংশ নিতে পারবেন না, কোনো ধরনের উপঢৌকন বিলি-বণ্টন করতে পারবেন না, এমনকি আপ্যায়ন করানো, অর্থ সহযোগিতা করা কিংবা অনুরূপ কোনো কার্যক্রমে যুক্ত হতে পারবেন না। এ ধরনের কার্যক্রম সুস্পষ্টভাবে আচরণবিধি লঙ্ঘন বলে বিবেচিত হবে।

অন্যদিকে বৃহস্পতিবার রাতে আরেকটি বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়, ডাকসু নির্বাচনে অংশগ্রহণকারী যেসব প্রার্থীর প্রার্থিতা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে, তারা আগামী ২৩ আগস্টের মধ্যে নির্বাচন কমিশনে আপিল দাখিল করতে পারবেন। নির্ধারিত সময়ের পর আপিল করলে তা গ্রহণযোগ্য হবে না।
 
তফসিল অনুযায়ী, আগামী ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে ডাকসু নির্বাচন।