নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় চলতি বছরে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী কৃতী মাদ্রাসা শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলার দেবই কাজীরবাগ ফাজিল মাদ্রাসার উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দেবই কাজীরবাগ ফাজিল মাদ্রাসার সভাপতি ও কাঞ্চন সলিমউদ্দিন চৌধুরী বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ জাহাঙ্গীর মালুম। প্রধান অতিথি ছিলেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বাছির উদ্দিন বাচ্চু, মাদ্রাসার অধ্যক্ষ বশির আহমেদ শাহরিয়ার, পরিচালনা পর্ষদের সদস্য শফির সরকারসহ স্থানীয় বিশিষ্টজনেরা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের শিক্ষা ব্যবস্থায় মাদ্রাসা শিক্ষা একটি গুরুত্বপূর্ণ অংশ। আধুনিক শিক্ষার পাশাপাশি ধর্মীয় জ্ঞান অর্জনের এই শিক্ষাপদ্ধতি শিক্ষার্থীদের নৈতিক ও চারিত্রিক উন্নতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বক্তারা কৃতী শিক্ষার্থীদের আরও উচ্চশিক্ষা গ্রহণে উৎসাহিত করেন এবং ভবিষ্যতে দেশ ও জাতির কল্যাণে নিজেকে গড়ে তোলার আহ্বান জানান।