ময়মনসিংহের হালুয়াঘাটে বাংলাদেশ খেলাফত মজলিস হালুয়াঘাট উপজেলা শাখার উদ্যোগে অগ্রসর সদস্যদের নিয়ে স্থানীয় একটি হলে প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা শাখার সভাপতি ময়মনসিংহ-১ (হালুয়াঘাট-ধোবাউড়া) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা তাজুল ইসলাম আকন্দের সভাপতিত্বে ও সহসভাপতি মাওলানা আব্দুর রশীদ মাহমুদীর সঞ্চালনায় প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা সংগঠনের আদর্শ বাস্তবায়নে আত্মত্যাগ, সুষ্ঠু সাংগঠনিক কাঠামো এবং জনগণের কাছে ইসলামের দাওয়াত পৌঁছে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন। অগ্রসর সদস্যদের দ্বীনি দায়িত্ব, সাংগঠনিক তৎপরতা বৃদ্ধি এবং সমাজে ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠার উপায় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়। সভার প্রথম পর্ব শেষে দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতাকর্মীদের নিয়ে এক বর্ণাঢ্য মিছিল অনুষ্ঠিত হয়।