চট্টগ্রামের পটিয়ায় হাঈদগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল কান্তি দে বিদ্যালয়ে যাওয়ার পথে দুর্বৃত্তের হামলার শিকার হয়েছেন। গতকাল সকাল সাড়ে ৯টার দিকে পৌর এলাকার বিওসি রোডে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, প্রধান শিক্ষক শ্যামল দে সিএনজিতে বিদ্যালয়ে যাচ্ছিলেন। হঠাৎ মুখোশধারী ৬-৭ জন দুর্বৃত্ত সিএনজির পথরোধ করে জোরপূর্বক গাড়ি থেকে নামিয়ে বেধড়ক মারধর করে। হামলাকারীদের হাতে দেশীয় অস্ত্রও ছিল। এতে তিনি গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। তার সঙ্গে থাকা শিক্ষক তানিয়া ইয়াসমিন ও প্রান্ত বড়ুয়া স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে প্রথমে বিদ্যালয়ে নিয়ে আসেন। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়। ঘটনার পর শিক্ষার্থীরা বিক্ষোভে ফেটে পড়ে এবং দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানায়। পটিয়া থানার ওসি নুরুজ্জামান জানান, প্রধান শিক্ষকের ওপর হামলার ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।