ঢাকা বুধবার, ২৭ আগস্ট, ২০২৫

গ্যাস বিস্ফোরণ

নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ২৭, ২০২৫, ০৯:৩৫ এএম
বিস্ফোরণ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সিআইখোলার বউবাজার এলাকার একটি ড্রেনে গ্যাস জমে তা আচমকাই বিস্ফোরিত হয়েছে। বিস্ফোরণের ধাক্কায় প্রায় ৩০০ মিটার এলাকা কেঁপে ওঠে। ড্রেনের ৫ ইঞ্চি স্লাবগুলো উল্টে গিয়ে ভেতরের ধুলো-ধোঁয়া ছড়িয়ে পড়েছে। গতকাল দুপুর আড়াইটার দিকে বিস্ফোরণের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিস্ফোরণের সময় বাজার এলাকায় লোকজন কম থাকার কারণে হতাহতের সংখ্যা তুলনামূলকভাবে কম হয়েছে। তবে আশপাশের মানুষ আতঙ্কিত হয়ে বের হয়ে আসে। নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের কনজারভেন্সি কর্মকর্তা বাবুল শ্যামল পাল জানান, প্রতি বছর টেন্ডারের মাধ্যমে ড্রেনগুলো পরিষ্কার করা হয়। এ বছর যথাযথভাবে পরিষ্কার না করা হয়তো এ ঘটনার কারণ। আমরা কারণ খতিয়ে দেখে দ্রুত ব্যবস্থা নেব।