রাঙামাটির বাঘাইছড়িতে মালিকবিহীন অবৈধ বিভিন্ন প্রজাতির গোল কাঠ জব্দ করা হয়েছে। গতকাল শনিবার দুপুর ১২টার দিকে উপজেলার মারিশ্যা মাস্টারপাড়া নুর আলমের স’ মিলের পেছনে কাচালং নদীর ঘাট থেকে এসব কাঠ জব্দ করে বিজিবি।
জানা যায়, গতকাল সকালে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মারিশ্যা ব্যাটালিয়নের (২৭ বিজিবি) একটি দল দুপুরে মারিশ্যা মাস্টারপাড়া নুর আলমের স’ মিলের পেছনে অভিযান চালায়। চোরাকারবারিরা বিজিবির উপস্থিতি টের পেয়ে মারিশ্যা কাচালং নদীর ঘাটে কাঠ ফেলে পালিয়ে যায়। এ সময় পরিত্যক্ত অবস্থায় অবৈধ গর্জন কাঠ ৭০ ঘনফুট এবং পিঠালি কাঠ ১৩৫ ঘনফুট উদ্ধার করা হয়। জব্দকৃত কাঠের বাজারমূল্য তিন লাখ টাকা। বিষয়টি নিশ্চিত করেছেন মারিশ্যা ব্যাটালিয়নের (২৭ বিজিবি) পরিচালক ও অধিনায়ক লে. কর্নেল জাহিদ।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন