সোমবার, ০১ সেপ্টেম্বর, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


বিশ্ব ডেস্ক

প্রকাশিত: সেপ্টেম্বর ১, ২০২৫, ০১:০৯ পিএম

‘মারাত্মক ঝুঁকিতে আল-আকসা মসজিদ, গোপনে চলছে খননকাজ’

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: সেপ্টেম্বর ১, ২০২৫, ০১:০৯ পিএম

আল-আকসা মসজিদ। ছবি- সংগৃহীত

আল-আকসা মসজিদ। ছবি- সংগৃহীত

দখলকৃত পূর্ব জেরুজালেমে আল-আকসা মসজিদের নিচে গোপনে খননকাজ চালিয়ে ইসলামি প্রত্নতাত্ত্বিক নিদর্শন ধ্বংস করছে ‘ইসরায়েলি’ কর্তৃপক্ষ—এমন অভিযোগ ফিলিস্তিনি জেরুজালেম গভর্নরেটের। বার্তা সংস্থা আনাদোলু এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

রোববার এক বিবৃতিতে গভর্নরেট জানায়, ফাঁস হওয়া ভিডিওতে দেখা গেছে, ‘ইসরায়েলি’ বাহিনী আল-আকসার নিচে অবৈধ খনন কার্যক্রম চালাচ্ছে। এতে দাবি করা হয়, উমাইয়া আমলের গুরুত্বপূর্ণ ইসলামি নিদর্শনগুলো ইচ্ছাকৃতভাবে ধ্বংস করা হচ্ছে, যেগুলো মুসলমানদের এই স্থানের ন্যায্য মালিকানার জীবন্ত প্রমাণ।

বিবৃতিতে বলা হয়, “আল-আকসার ঐতিহাসিক পরিচয় মুছে ফেলার জন্য এবং কথিত ‘টেম্পল মাউন্ট’কে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে এসব ইসলামি নিদর্শন ধ্বংস করা হচ্ছে।”

গভর্নরেটের দাবি, এসব খনন আন্তর্জাতিক কোনো তদারকি ছাড়াই গোপনে পরিচালিত হচ্ছে, যা আল-আকসা মসজিদের ভিত্তি ও ঐতিহাসিক স্থাপনাগুলোকে মারাত্মক ঝুঁকির মধ্যে ফেলছে।

তারা আরও জানায়, ‘ইসরায়েল’ এভাবে পূর্ব জেরুজালেমকে ইহুদিকরণ করার জন্য নতুন বাস্তবতা তৈরি করতে চাইছে। এজন্য আন্তর্জাতিক সম্প্রদায়, জাতিসংঘ এবং ইউনেসকোর প্রতি অবিলম্বে হস্তক্ষেপের আহ্বান জানানো হয়েছে।

যদিও গভর্নরেট সুনির্দিষ্ট স্থান উল্লেখ করেনি, তবে বহু বছর ধরেই ‘ইসরায়েল’ আল-আকসার নিচে টানেল খুঁড়ছে। ফিলিস্তিনিরা বলছেন, এসব কার্যক্রম ‘ইসরায়েল’র বৃহত্তর ইহুদিকরণ পরিকল্পনার অংশ।

আন্তর্জাতিক আইনে আল-আকসা মসজিদের একমাত্র বৈধ তত্ত্বাবধায়ক হলো জর্দান-পরিচালিত জেরুজালেম ওয়াক্‌ফ কাউন্সিল। ২০১৩ সালের মার্চে জর্দানের বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহ ও ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস একটি চুক্তি স্বাক্ষর করেন, যার মাধ্যমে জেরুজালেমসহ ফিলিস্তিনের পবিত্র স্থানগুলোর তত্ত্বাবধান ও রক্ষার দায়িত্ব জর্দানকে দেওয়া হয়।

আল-আকসা মসজিদ মুসলমানদের তৃতীয় পবিত্রতম স্থান। ইহুদিরা একে টেম্পল মাউন্ট বলে দাবি করে, যেখানে তাদের প্রাচীন দুটি মন্দির ছিল।

১৯৬৭ সালের আরব-ইসরায়েল যুদ্ধের সময় ‘ইসরায়েল’ পূর্ব জেরুজালেম দখল করে এবং ১৯৮০ সালে পুরো শহরকে সংযুক্ত ঘোষণা করে। তবে আন্তর্জাতিক সম্প্রদায় কখনোই ‘ইসরায়েল’র এই দখলদারিত্বকে স্বীকৃতি দেয়নি।

Link copied!