সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার খালখুলা বাজার এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় একটি দেশি ওয়ান শুটারগান উদ্ধার করেছে র্যাব-১২। গতকাল শনিবার সকালে উদ্ধারকৃত অস্ত্রটি তাড়াশ থানায় হস্তান্তর করা হয়। জানা যায়, গত শুক্রবার বিকেলে তাড়াশ উপজেলার খালখুলা বাজার এলাকায় পরিত্যক্ত অবস্থায় একটি দেশি তৈরি ওয়ান শুটারগান দেখতে পায় স্থানীয়রা। পরে খবর পেয়ে র্যাব-১২ এর একটি দল অস্ত্রটি উদ্ধার করে থানায় জমা দেন। বিষয়টি নিশ্চিত করে তাড়াশ থানার ওসি মো. মাহবুবুল আলম জানান, র্যাবের পক্ষ থেকে অস্ত্রটি থানায় রাখা রয়েছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া অনুসরণ করা হয়েছে।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন