'দুর্নীতির বিরুদ্ধে একসাথে’ এই স্লোগানে দুর্নীতিবিরোধী সংগঠন গ্রিন ফোর্স বাংলাদেশের পিরোজপুর জেলা শাখার উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। গতকাল শনিবার সকাল ১০টায় ডিসি অফিস চত্বর থেকে র্যালিটি শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে স্থানীয় একটি হোটেলে আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় গ্রিন ফোর্স পিরোজপুর জেলা শাখার আত্মপ্রকাশ হওয়া কমিটির সদস্যদের ফুল দিয়ে বরণ করে পরিচয় করিয়ে দেওয়া হয়। সভায় বক্তারা বলেন, গ্রিন ফোর্স বাংলাদেশ দুর্নীতিমুক্ত সমাজ গঠনে দৃঢ়প্রতিজ্ঞ। সংগঠনটি দেশের বিভিন্ন অঞ্চলে সচেতনতা বৃদ্ধিসহ নানা সামাজিক ও মানবিক কর্মকা- পরিচালনা করে যাচ্ছে। সভা শেষে গ্রিন ফোর্সের ভবিষ্যৎ পরিকল্পনা ও কর্মসূচি নিয়ে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গ্রিন ফোর্স বাংলাদেশের চেয়ারম্যান মিকাইল রহমান। বিশেষ অতিথি ছিলেন, সংগঠনের ন্যাশনাল কো-অর্ডিনেটর ডা. এসএম হক, সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ শেখ রফিকুল ইসলাম প্রমুখ।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন