গাজীপুর সদর উপজেলার বানিয়ারচালা এলাকায় এক বুদ্ধি ও বাকপ্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগে দায়ের হওয়া মামলার প্রধান আসামি বাবুল মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। গত বুধবার রাতে রংপুরের মিঠাপুকুর থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করেছে র্যাব ও পুলিশ। গ্রেপ্তার বাবুল মিয়া (৪২) ময়মনসিংহের হালুয়াঘাট থানার আতুয়াজঙ্গল গ্রামের বাসিন্দা। তিনি দীর্ঘদিন গাজীপুরের বানিয়ারচালা এলাকায় ভাড়া থেকে মুদি দোকানের ব্যবসা করতেন। মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৮ জুলাই সন্ধ্যায় ভুক্তভোগী ১১ বছরের শিশুটি বিস্কুট কিনতে স্থানীয় দোকানে গেলে দোকান মালিক বাবুল মিয়া কৌশলে তাকে ভেতরে নিয়ে শাটার বন্ধ করে ভয়ভীতি দেখিয়ে একাধিকবার ধর্ষণ করে। বাড়ি ফিরে শিশুটি তার পরিবারকে জানায়। পরদিন শিশুটির বাবা বাদী হয়ে জয়দেবপুর থানায় ধর্ষণ মামলা দায়ের করেন। এরপর গত বুধবার মিঠাপুকুর থানার জায়গীর পানবাড়ী এলাকায় র্যাব ও পুলিশের যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন