জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে আগুন ও ভাঙচুরের ঘটনার সংবাদ সংগ্রহ করতে গিয়ে দৈনিক রূপালী বাংলাদেশের মোজো রিপোর্টার ওবায়দুল ইসলাম খান আহত হয়েছেন। পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজে নেওয়া হয়।
শুক্রবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর কাকরাইলস্থ জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
ওবায়দুলের সঙ্গে থাকা রূপালী বাংলাদেশের আরেক মোজো রিপোর্টার মামুন হোসেন বলেন, ‘আজ সন্ধ্যার দিকে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনার সংবাদ সংগ্রহ করতে সেখানে আমরা ছিলাম। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছিল।’
তিনি বলেন, ‘রূপালী বাংলাদেশের ডিজিটালে লাইভ চলাকালীন হঠাৎ অজ্ঞাত স্থান থেকে একটি পাথর এসে আমাদের সহকর্মী ওবায়দুলের মাথার ঠিক মাঝখানে এসে আঘাত করে। ফলে সঙ্গে সঙ্গেই রক্তান্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে সহকর্মীকে উদ্ধার করে আমরা ঢাকা মেডিকেলে নিয়ে যাই।’
মামুন হোসেন আরও বলেন, ‘মাথার আঘাত গুরুতর না হওয়ায় ওবায়দুল প্রাথমিক চিকিৎসা নিয়ে বাসায় ফেরেন। বর্তমানে তিনি বিশ্রামরত আছেন।’

 
                             
                                    

 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন