ঢাকা সোমবার, ০৮ সেপ্টেম্বর, ২০২৫

যাবজ্জীবন কারাদণ্ড 

পিরোজপুর প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ৮, ২০২৫, ০৬:৪৫ এএম
পিরোজপুর

পিরোজপুর সদর উপজেলার ঝনঝনিয়া এলাকায় এক কারবারিকে কুপিয়ে হত্যার দায়ে ছয়জনকে যাবজ্জীবন কারাদ- এবং একজনকে দুই বছরের কারাদ- দিয়েছেন আদালত। গতকাল রোববার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতে মো. মজিবুর রহমান এ রায় দেন। রায় দেওয়ার সময়ে দুই আসামি আদালতে উপস্থিত ছিলেন। বাকিরা পলাতক রয়েছেন। কারাদ-প্রাপ্তরা হলো- এজাজ শরীফ (২৭), আক্কাস শরীফ (৫২), সাফায়েত শরীফ (৫২), শেফালী বেগম (৪৫), হেপী বেগম (২৮), লিমা বেগম (২০) এবং ২ বছরের কারাদ-প্রাপ্ত আসামি এমরান (২৮)। তারা সবাই সদর উপজেলার ঝনঝনিয়া এলাকার স্থায়ী বাসিন্দা। মামলা সূত্রে জানা যায়, পূর্বশত্রুতার জেরে ২০১৪ সালের ১০ জুলাই রাতে আবুল কালাম শরীফ (৫৫) আসামিদের বাড়ির পাশ দিয়ে আসার সময় তারা কুপিয়ে এবং পিটিয়ে মারাত্মক আহত করে। তাকে উদ্ধার করে প্রথমে পিরোজপুর এবং পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।