পিরোজপুরের নেছারাবাদে শতবর্ষী একটি রাস্তা দখল করে জনসাধারণের চলাচলে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে জাহাঙ্গীর নামের এক ব্যক্তির বিরুদ্ধে। উপজেলার আটঘর কুড়িয়ানা ইউনিয়নের মাহমুদকাঠী গ্রামের ৮ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটেছে। এ বিষয়ে এলাকাবাসী উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে একটি লিখিত অভিযোগ করেছেন। তাদের দাবি, শতবর্ষী এই রাস্তা সংস্কার না হলে দুর্ভোগ আরও বাড়বে। গত সোমবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ইউএনও মো. জাহিদুল ইসলাম।
এলাকাবাসীর অভিযোগ, মাহমুদকাঠী গ্রামের ডাকুয়া বাড়িতে প্রবেশের শত বছরের পুরোনো রাস্তাটি বর্তমানে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। প্রতিদিন ওই রাস্তাটি দিয়ে স্কুল-কলেজের শিক্ষার্থী, রোগী ও কৃষিপণ্য আনা-নেওয়াসহ হাজারো মানুষ চলাচল করে। সম্প্রতি গ্রামবাসীর উদ্যোগে রাস্তা সংস্কারের জন্য সরকারি বরাদ্দ মঞ্জুর হলেও অভিযুক্ত জাহাঙ্গীর জোরপূর্বক রাস্তাটির ওপর গরুর খামার নির্মাণ করায় জনদুর্ভোগ দেখা দিয়েছে। এমনকি রাস্তার ওপর কয়েকটি গাছ থাকায় সংস্কারকাজও বন্ধ হয়ে আছে। ফলে গ্রামবাসীর স্বাভাবিক চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে।
স্থানীয় বাসিন্দা মো. রুহুল আমিন বলেন, ‘আমরা দীর্ঘদিন এই রাস্তা দিয়ে চলাচল করছি। বর্তমানে রাস্তাটির অবস্থা এতটাই খারাপ যে মাঝেমধ্যে পাশের খালে পড়ে যেতে হয়। এখন সরকারি বরাদ্দ পাওয়া গেছে, এই কাজ করার জন্য অন্তত ৬ ফুট জায়গা প্রয়োজন। জাহাঙ্গীরের নারকেলগাছের পশ্চিম পাশ থেকে যদি ৫ ফুট জায়গা ছেড়ে দেওয়া হতো, তাহলে সহজেই রাস্তা সংস্কার করা যেত। কিন্তু বারবার আলোচনার পরও তিনি রাজি হচ্ছেন না।’
সাবেক ইউপি সদস্য আলমগীর হোসেন বলেন, ‘প্রতিদিন এক হাজারের বেশি মানুষ এই রাস্তা ব্যবহার করে। রাস্তাটি জরাজীর্ণ হয়ে যাওয়ায় নিয়মিত দুর্ঘটনা ঘটছে। সংস্কার অত্যন্ত জরুরি হলেও শরিকদার জাহাঙ্গীর অনুমতি দিচ্ছেন না। তিনি রেকর্ডিং খাল ভরাট করে রাস্তা করার প্রস্তাব দিচ্ছেন, যা একেবারেই বাস্তবসম্মত নয়।’
অভিযোগের বিষয়ে জাহাঙ্গীর হোসেন বলেন, ‘আমরা রাস্তার পক্ষে। তবে আমাদের জায়গা খালে ভেঙে গেছে। সেই খাল ভরাট করে রাস্তা করুন। আমরা নতুন করে ভেতর থেকে জায়গা ছাড়ব না, এমনকি গাছও কাটব না।’
এ বিষয়ে ইউএনও মো. জাহিদুল ইসলাম বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত চলমান রয়েছে। বিষয়টি সমাধানের চেষ্টা করা হবে।