ঢাকা বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫

রাজশাহীতে পৃথক সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত

রাজশাহী ব্যুরো
প্রকাশিত: সেপ্টেম্বর ১০, ২০২৫, ০২:০৮ এএম

রাজশাহীর পুঠিয়া ও দুর্গাপুর উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত হয়েছেন। পুঠিয়ায় মোটরসাইকেল, ভ্যান ও ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে ২ যুবক ও দুর্গাপুরে ভ্যানগাড়ি ও ট্রাকের সংঘর্ষে এক ভ্যানচালক মারা গেছেন।

নিহতরা হলেনÑ মোটরসাইকেল আরোহী দুর্গাপুর উপজেলার কিশমতগনকৌড় ইউনিয়নের আড়ইল গ্রামের আবু ছাইদের ছেলে শাহীন (২৩), আফসার আলীর ছেলে দেলোয়ার হোসেন (২৫) ও চারঘাট উপজেলার ভ্যানচালক সুজন (৪২)।

স্থানীয়রা জানান, দুর্গাপুর উপজেলার নিহত দুই যুবক গতকাল সোমবার (৮ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন।

পুঠিয়া উপজেলার শিলমাড়িয়া ইউপির তেবাড়িয়া গোডাউন মোড়ে পৌঁছলে ভ্যানের সঙ্গে ধাক্কা লেগে সড়কে আছড়ে পড়েন। এ সময় বিপরীত দিক থেকে আসা পণ্যবাহী ট্রাকের চাকায় পিষ্ট হয়ে গুরুতর আহত হন তারা। স্থানীয়রা তাদের মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠালে পথিমধ্যে শাহীন মারা যান। ও তার সহযোগী দেলোয়ার হোসেন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত ২টার দিকে মারা যান