ঢাকা বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫

দুপক্ষের সংঘর্ষ

ধুনট (বগুড়া) প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ১০, ২০২৫, ০২:১৩ এএম

বগুড়ার ধুনটে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের অন্তত ৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। গত সোমবার বিকেলে উপজেলার গোসাইবাড়ী ডিগ্রি কলেজ মাঠে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

জানা যায়, গত সোমবার বিকেলে গোসাইবাড়ি ডিগ্রি কলেজ মাঠে ওই এলাকার আব্দুস সালামের ছেলে নাইম সঙ্গীদের সঙ্গে ফুটবল খেলতে গেলে একই এলাকার জাহিদুল ইসলাম বাবলুর ছেলে আব্দুল্লাহ ও তার অনুসারীরা খেলতে বাধা দেন। এ ঘটনায় তাদের মধ্যে বাগবিত-া হয়। একপর্যায়ে দুপক্ষই দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে আব্দুস সালামের ছেলে নাইম ও প্রতিপক্ষ গ্রুপের শাহ আলমের ছেলে শাকিলসহ ৫ জন আহত হয়েছেন।