বরিশালের গৌরনদীতে আশ্রয়ণ প্রকল্পের ঘর থেকে ইয়াবা সেবনের বিভিন্ন সরঞ্জামাদি ও গাঁজাসহ আটক বিক্রেতাকে এক মাসের বিনাশ্রম কারাদ- ও ৩০০ টাকা কারাদণ্ড দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই আদেশ দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আরা মৌরি।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর গৌরনদী সার্কেলের উপপরিদর্শক মো. ফাইজুল ইসলাম হৃদয় হাওলাদার বলেন, গৌরনদীর বার্থী ইউনিয়নের বেজগাতি এলাকার বাসিন্দা মৃত বিমল দাসের ছেলে লিটন দাসকে (৩০) ওই এলাকার একটি আশ্রয়ণ প্রকল্পের ঘর থেকে ইয়াবা সেবনের বিভিন্ন সরঞ্জামাদি ও ৫০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার করা হয়। পরবর্তী সময়ে গ্রেপ্তারদের ইউএনওর ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করার পর তার বিরুদ্ধে উল্লিখিত রায় ঘোষণা করা হয়।