ঢাকা বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫

মার্কেটে অগ্নিকাণ্ড

গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ১০, ২০২৫, ০২:১৭ এএম

মুন্সীগঞ্জের গজারিয়ার সোনালী মার্কেট এলাকায় ভয়াবহ অগ্নিকা-ের ঘটনা ঘটেছে। এতে ব্যবসায়ী আউয়াল ও কামরুল ইসলামের দুটি ফার্নিচারের দোকান সম্পূর্ণ পুড়ে যায়। গত সোমবার রাত পৌনে ৪টার দিকে এ ঘটনা ঘটে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এরই মধ্যে দোকান দুটিতে থাকা নকশা মেশিন, অর্ধশতাধিক নকশা করা দরজা এবং সেগুন ও গামারি কাঠ আগুনে ভস্মীভূত হয়।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, অগ্নিকা-ে তাদের প্রায় ৫০ লাখ টাকার আর্থিক ক্ষতি হয়েছে। আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

স্থানীয়দের মতে, রাতের আঁধারে আগুন ছড়িয়ে পড়ায় তারা আতঙ্কিত হয়ে পড়েন। তবে দ্রুত ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছানোয় বড় ধরনের বিপর্যয় এড়ানো সম্ভব হয়েছে।