ঢাকা রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫

ইয়াবাসহ যুবক আটক

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ২৮, ২০২৫, ০১:০৯ এএম

খুলনার পাইকগাছা উপজেলার কপিলমুনিতে নিয়মিত টহলের সময় ৪৭ পিস ইয়াবাসহ এক যুবককে আটক করেছে পুলিশ। গতকাল বেলা ১১টার দিকে কপিলমুনি ইউনিয়নের উত্তর নাজিরপুর গ্রাম থেকে ফয়সাল ফকির (২০) নামের ওই যুবককে আটক করা হয়। তিনি স্থানীয় রশিদ ফকিরের ছেলে। এটিএসআই শাহিনুর রহমান ও পুলিশ সদস্য জুয়েল রানা দুর্গাপূজা উপলক্ষে বিশেষ টহলের সময় ফয়সালকে সন্দেহজনক ঘোরাফেরা করতে দেখে তল্লাশি চালান। এ সময় তার কাছে দুটি প্যাকেটে লুকানো ৪৭ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ বিষয়ে কপিলমুনি পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আজগর হোসেন বলেন, আটককে থানায় পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।