বগুড়ার সারিয়াকান্দিতে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে যৌথ বাহিনীর অভিযানে ৯টি ড্রেজার, বিপুল পরিমাণ বালু ও পাইপ জব্দ করা হয়েছে। গত শনিবার বিকেল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত উপজেলার টেংরাকুড়া চরে এ অভিযান পরিচালনা করা হয়। সারিয়াকান্দি সেনা ক্যাম্পের ক্যাপ্টেন সাদিকুর রহমানের সহযোগিতায় বগুড়া জেলা ম্যাজিস্ট্রেট রাশিদুল ইসলামের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত এ অভিযান চালান। অভিযানে জব্দকৃত ড্রেজার, বালু ও পাইপের আনুমানিক মূল্য ধরা হয়েছে ২ লাখ ৩৮ হাজার ৫০০ টাকা। এসব মালামাল স্থানীয় জনপ্রতিনিধির জিম্মায় রাখা হয়েছে।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন