রাজশাহীর বাঘায় হত্যার হুমকিসহ ব্যাবসায়িক নিরাপত্তা ও ন্যায়বিচারের দাবিতে বিএনপির এক নেতার বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী ব্যবসায়ী। গতকাল রোববার দুপুরে বাঘা প্রেস ক্লাবে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
ভুক্তভোগী ব্যবসায়ীর নাম, রবিউল ইসলাম, তিনি উপজেলার বাউসা গ্রামের বাসিন্দা ও বাউসা বাজারে সার-কীটনাশকের ব্যবসা করেন। অভিযুক্তের নাম, রেজাউল ইসলাম। তিনি উপজেলার বাউসা পূর্বপাড়া গ্রামের বাসিন্দা। বাউসা ইউনিয়ন বিএনপির সভাপতি ও বাউসা ভোকেশনাল ইনস্টিটিউটের অধ্যক্ষ।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে রবিউল হাসান বলেন, ২০১৫ সালে রেজাউল করিম তার প্রতিষ্ঠানে ‘ল্যাব অ্যাসিস্ট্যান্ড’ পদে চাকরি দেওয়ার কথা বলে প্রথমে ৪ লাখ ৭৫ হাজার ও পরে আরও ২ লাখ ৭৫ হাজার টাকা নিয়েছেন। চাকরি না পেয়ে টাকা ফেরত চাইলে অকাট্য ভাষায় গালিগালাজ, ভয়ভীতি হুমকি প্রদান করেন।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন