ময়মনসিংহের নান্দাইলে ৫০০ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করে তা আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। গতকাল রোববার সকালে উপজেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শাহানা নাজনীনের নেতৃত্বে সিংরইল ইউনিয়নের ফুলেরঘাট নরসুন্দা নদীতে এ অভিযান পরিচালনা করা হয়। পরে সকাল ১১টার দিকে উপজেলা পরিষদ চত্বরে জব্দকৃত জালগুলো আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়। জব্দকৃত জালের বাজারমূল্য প্রায় ৬০ হাজার টাকা।
এ বিষয়ে শাহানা নাজনীন বলেন, মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন বাস্তবায়নের অংশ হিসেবে দেশি মাছ রক্ষায় নিয়মিত অভিযান চালানো হচ্ছে। জব্দ হওয়া জালগুলো প্রকাশ্যে বিনষ্ট করা হয়।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন