সিরাজগঞ্জের তাড়াশে অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থসামাজিক উন্নয়নে ২০০ সুফলভোগীর মধ্যে ছাগল বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল চত্বরে এসব ছাগল বিতরণ করা হয়। প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহান ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সুফলভোগী প্রত্যেকের হাতে দুটি করে ছাগল তুলে দেন। তাপসী বালা উরাও বলেন, ‘সংসারে আয় করার কেউ নেই। স্বামী মারা গেছে। অন্যের বাড়িতে কাজ করে কোনোমতো জীবন চলে। বিনা পয়সায় ২টা ছাগল পেয়েছি। ছাগল দুটি লালন-পালন করে আয় করমু’। এ সময় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আমিনুল ইসলাম, ভেটেরিনারি সার্জন ডা. মো. বাদল মিয়া, উপজেলা মৎস্য কর্মকর্তা মোকাররম হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন