বগুড়ার আদমদীঘিতে পিকআপের ধাক্কায় চার্জার মোটরসাইকেলের (স্কুটি) আরোহী মা ও মেয়ে নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হয়েছেন স্বামী। গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলার পাইকপাড়া মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- উপজেলার সান্তাহার ইউপির ছাতনী গ্রামের কোরআন শিক্ষিকা নাজিরা আক্তার মিম (২৭) ও তার দুই বছরের শিশুকন্যা নাজিফা আক্তার। আহত নাজিরার স্বামী রমজান আলী তোতা বর্তমানে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, পশুখাদ্য ভর্তি একটি পিকআপ বগুড়ার দিকে যাওয়ার পথে অটোরিকশাকে সাইড দিতে গিয়ে স্কুটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মা-মেয়ের মৃত্যু হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ আহত ও নিহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।