নোয়াখালীতে ৫ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে সুধারাম মডেল থানা পুলিশ। গত সোমবার দুপুরে সদর উপজেলার এওয়াজ বালিয়া ইউনিয়নে চর করমুল্লা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, এওয়াজ বালিয়া ইউনিয়নের আবলি হোসেনের ছেলে ছালেহ উদ্দিন (৩৬), মো. হানিফের ছেলে মো. মামুন (৩২)। সুধারাম থানার ওসি কামরুল হাসান জানান, সোনাপুর ফাঁড়ির পুলিশ সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে এওয়াজ বালিয়া ইউনিয়নের চর করমুল্লার ৪ রাস্তার মোড়ে অভিযান চালায়। এ সময় একটি সিএনজির যাত্রীদের তল্লাশি করে ছালেহ ও মামুনকে ৫ কেজি গাঁজাসহ আটক করা হয়। পরে তাদের বিরুদ্ধে মামলা দিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন