গাজীপুরের কাপাসিয়া উপজেলার বিভিন্ন এলাকায় অগ্নিকা-ে ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের ঢেউটিন এবং দুস্থ ও অসহায় পরিবারের মধ্যে শুকনা খাবার বিতরণ করা হয়েছে। গতকাল দুপুরে উপজেলা পরিষদ চত্বরে এসব উপকরণ বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ডা. তামান্না তাসনীম। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সহযোগিতায় বিভিন্ন সময় অগ্নিকা-, কালবৈশাখী ঝড়, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত, দুস্থ ও অসহায় পরিবারকে মানবিক সহায়তা দেওয়ার লক্ষ্যে ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে ঢেউটিন ও শুকনা খাবার বিতরণ করা হয়। উপজেলার বিভিন্ন এলাকার ১৮টি পরিবারের মধ্যে এক বান্ডেল করে ঢেউটিন এবং ২৩টি অসহায় দুস্থ পরিবারের মধ্যে একটি শুকনা খাবারের প্যাকেজ সহায়তা দেওয়া হয়।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন