মানিকগঞ্জের শিবালয় উপজেলার নতুনপাড়ায় অবস্থিত বিউটি টোব্যাকো কারখানায় অভিযান চালিয়ে প্রায় ৫৮ লাখ টাকা মূল্যের নকল ব্যান্ডরোল ও ব্যান্ডরোলযুক্ত বিড়ি-সিগারেট জব্দ করেছে ঢাকা (পশ্চিম) কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট। গত সোমবার বিকেলে কারখানা ও এক কর্মচারীর বাড়ি থেকে এসব অবৈধ পণ্য উদ্ধার করা হয়। গতকাল মঙ্গলবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন ঢাকা পশ্চিম কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের কমিশনার কাজী ফরিদ উদ্দিন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। এ সময় প্রায় ছয় থেকে সাড়ে ছয় লাখ পিস অব্যবহৃত নকল সদৃশ বিড়ির ব্যান্ডরোল উদ্ধার করা হয়। এ ছাড়া সেইলর ব্র্যান্ডের ৩০ হাজার, বার্বি ব্র্যান্ডের ৩৫ হাজার ও ডার্ক ব্র্যান্ডের ২৫ হাজারসহ মোট ৯০ হাজার শলাকা নকল ব্যান্ডরোলযুক্ত সিগারেট, একই সঙ্গে বিউটি ব্র্যান্ডের ৭০ হাজার শলাকা নকল বিড়িও জব্দ করা হয়েছে।