শেরপুরের নালিতাবাড়ীতে বন্য হাতির তা-বে আমন ধানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। গত বৃহস্পতিবার গভীর রাতে বন্য হাতির একটি দল খাদ্যের সন্ধানে উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের পশ্চিম সমশ্চূড়ার ঝোরাপাড়া গ্রামে প্রবেশ করে প্রায় ৫ একর আমন ধানের ফসল নষ্ট করে। এতে ক্ষতিগ্রস্ত কৃষকেরা পড়েছেন মহাবিপদে।
স্থানীয়রা জানান, গত বৃহস্পতিবার গভীর রাতে ৩০-৩২টি বন্য হাতির একটি দল খাদ্যের সন্ধানে লোকালয়ে নেমে আসে। এ সময় পশ্চিম সমশ্চূড়া গ্রামের কৃষক বীর মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেন, মো. সাইদ মিয়া, শামসুন্নাহার, জুলেখা বেগম, মো. আবু বকরসহ ১৪-১৫ কৃষকের প্রায় ৫ একর জমির আমন ধান খেয়ে ও পা দিয়ে মাড়িয়ে নষ্ট করে। সংসার চালানোর একমাত্র অবলম্বন ফসল হারিয়ে মহাবিপদে পড়েছেন পাহাড়ি কৃষকেরা।
ক্ষতিগ্রস্ত কৃষক মোশাররফ হোসেন বলেন, ‘গভীর রাতে হাতির দল এসে আমার প্রায় ২ একর আমন ধান নষ্ট করেছে। প্রতি সিজনেই হাতির পাল আসে। আমরা সরকারের কাছে ক্ষতিপূরণ চাই।’
বিধবা কৃষানি জুলেখা বেগম বলেন, ‘ঋণ করে পৌনে ২ একর জমিতে আমন ধান আবাদ করেছি। হাতির দল সব ধান নষ্ট করে দিয়েছে। এখন তিন বাচ্চা নিয়ে কীভাবে চলব! সরকার আমাদের সাহায্য করলে আমরা এ বিপদ থেকে রেহাই পাব। ’
এ ব্যাপারে মধুটিলা রেঞ্জের বন কর্মকর্তা মো. দেওয়ান আলী বলেন, ‘আমরা গতকাল ক্ষতিগ্রস্ত ধানখেত পরিদর্শন করেছি। ক্ষতিগ্রস্ত কৃষকদের নামের তালিকা তৈরি করেছি। প্রায় ১৪-১৫ জন কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন। তারা আবেদন করলে সরকারিভাবে ক্ষতিপূরণ পাবে। এ ব্যাপারে সরকারি নির্দেশনা আছে।’