ঢাকা শনিবার, ০৪ অক্টোবর, ২০২৫

হঠাৎ ব্যাটিংয়ে বড় ধস

ব্যাটসম্যানদের মানসিকতা বদলাতে হবে: সোহান

স্পোর্টস রিপোর্টার
প্রকাশিত: অক্টোবর ৪, ২০২৫, ০১:৫০ এএম

সংযুক্ত আরব আমিরাতে আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচটি কঠিন করে ৪ উইকেটে জিতেছে বাংলাদেশ। এই ম্যাচে মাত্র ৯ রানের মধ্যে ৬ উইকেটের পতন ঘটে বাংলাদেশের। ভালো ব্যাটিং করতে থাকা দলের হঠাৎ ব্যাটিংয়ে বড় ধরনের ধস নামার বিষয়টি নতুন ভাবনার খোড়াক জোগাল। বাংলাদেশ অধিনায়ক জাকের আলী অনিকের মতে, আন্তর্জাতিক ক্রিকেটে এমনটা হতেই পারে। তানজিদ তামিম ও পারভেজ হোসেন ইমন ১০৯ রানের দারুণ সূচনা এনে দেওয়ার পর উইকেটে যাওয়া-আসার মিছিল করেন অন্য ব্যাটসম্যানরা। তবে আচমকা ৬ উইকেটের পতন হলেও বিষয়টি ইতিবাচক হিসেবেই দেখছেন জাকের। ম্যাচের পর তিনি বলেছেন, ‘আমরা (রান তাড়ার) শুরুটা ভালো করেছিলাম। এরপর ধস নামাটা দুশ্চিন্তার। তবে ক্রিকেট একটা মজার খেলা। তারাও আমাদের ওপর ঝাঁপিয়ে পড়েছিল। জেতা-হারাটা খেলাটারই অংশ। বোলিং আর ব্যাটিংÑ দুই দিকেই কিছু জায়গায় উন্নতির প্রয়োজন আছে।’

বাংলাদেশের ব্যাটিং লাইনআপে হঠাৎ ধস নামার রোগটা পুরোনো। আফগানদের বিপক্ষে ম্যাচে ব্যাটিংয়ে ধস নামলেও নুরুল হাসান সোহান আর রিশাদ হোসেনের ব্যাটে জয় তুলে নেয় বাংলাদেশ। মাঝের ওভারে বাংলাদেশের ভূতুড়ে ব্যাটিং আগেও অনেকবার দেখা গেছে। এ অবস্থা কাটিয়ে উঠতে মিডল অর্ডারে দ্রুত উন্নতির তাগিদ দিয়েছেন নুরুল হাসান সোহান। ১৩ বলে ২৩ রানের ক্যামিও খেলে দলের জয়ে বড় অবদান রাখা এই উইকেটরক্ষক ও ব্যাটসম্যান বলেন, ‘মাঝে ৪-৫ ওভারে আমরা অনেক উইকেট হারিয়েছি। ক্রিকেট টিম গেম। টিম হিসেবে আমাদের উন্নতি করতে হবে। ভুল থেকে শিক্ষা নিয়ে সামনে তাকাতে হবে। উইকেট অনেক ভালো ছিল। তামিম, ইমন ভালো শুরু করেছে। মাঝে কলাপস করেছি।’ সোহান আরও বলেন, ‘সময়ের সঙ্গে সঙ্গে শারজাহর উইকেট ভালো হয়। শুরুতে ৫-৬ ওভারে কিছু ময়েশ্চার ছিল, পরে উইকেট খুব ভালোই ছিল।

টি-টোয়েন্টি ক্রিকেট রানের খেলা। আমার কাছে মনে হয়, যেখানে ফেল করেছি, এখান থেকে কীভাবে উন্নতি করা যায়, এটা দেখতে হবে। এই সমস্যাটা নতুন না, যেহেতু অনেক দিন ধরেই হচ্ছে। এখানে সময় এসেছে উন্নতি করার।’ ব্যাটসম্যানদের দৈন্যদশা প্রসঙ্গে সোহানের বক্তব্য, ‘এশিয়া কাপে ভালো সুযোগ ছিল, মিস করেছি। সেখান থেকে যে ভুলগুলো হয়, সেগুলো যতটা কমানো যায়, এই চেষ্টা করি। এশিয়া কাপের পর প্রথম ম্যাচ, জেতা জরুরি ছিল।

একটা সময় আমরা ভালো ব্যাটিং করেছি। মাঝে হয়তো কিছু কলাপস হয়েছে। তবে আশা করি, পরের ম্যাচে ভালোভাবে এখানে উন্নতি করতে পারব।’ ব্যাটিংয়ে ব্যর্থতা কাটিয়ে ওঠার জন্য মানসিকতা বদলাতে হবে বলে মনে করেন সোহান। তিনি বলেন, ‘আমরা এ রকম গুরুত্বপূর্ণ সময়ে মাইন্ডসেটের জন্য ফেল করি অনেক সময়। শুরু ভালো হয়েছিল। স্পিনে যেহেতু তারা বিশ^মানের, আমাদের ভেতরেই একটু ডাউট শুরু হয়েছিল। আমার মনে হয়, এখানে স্কিলে আমাদের উন্নতির জায়গা আছে অনেক। আফগানিস্তানের বিশ^মানের স্পিন বোলার আছে। তাদের বিপক্ষে কীভাবে হোমওয়ার্কটা করব এটা জরুরি।’