৭৫০ জন তায়কোয়ান্দোকার অংশগ্রহণে ইয়ুথ ওপেন তায়কোয়ান্দো চ্যাম্পিয়নশিপের খেলা অনুষ্ঠিত হয়। শুক্রবার তেজগাঁওয়ের বিএফ শাহিন হলে জাঁকজমকপূর্ণ আয়োজনে অনুষ্ঠিত এই খেলায় অংশ নেয় ১০ জেলা, ২৫ ক্লাবসহ বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থী তায়কোয়ান্দোকরা। ২১টি ইভেন্টে অংশ নেন ৫০০ জন তরুণ ও ২৫০ তরুণী। প্রতিযোগিতার উদ্বোধন করেন সহকারী চিফ অব এয়ার স্টাফ (প্রশাসন) এয়ার ভাইস মার্শাল রুশাদ দিন আসাদ। এ সময় তায়কোয়ান্দো ফেডারেশনের সহসভাপতি আবদুস শাকুর চৌধুরী ও বাংলাদেশ তায়কোয়ান্দো অ্যাসোসিয়েশনের সভাপতি মাহমুদুল ইসলাম রানা উপস্থিত ছিলেন।