ঢাকা শনিবার, ০৪ অক্টোবর, ২০২৫

ঋতুপর্ণাদের প্রতিপক্ষের খোঁজে বাফুফে

স্পোর্টস রিপোর্টার
প্রকাশিত: অক্টোবর ৪, ২০২৫, ০১:৫৫ এএম

আগামী বছরের মার্চে এএফসি নারী এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে খেলবে বাংলাদেশের মেয়েরা। এ ছাড়া এএফসি নারী অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের মূল পর্বের খেলাও রয়েছে। এ দুটি গুরুত্বপূর্ণ টুর্নামেন্টের প্রস্তুতির অংশ হিসেবে আগামী নভেম্বরে ঢাকায় ত্রিদেশীয় আমনন্ত্রণমূলক সিরিজ আয়োজনের পরিকল্পনা করছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। এরই মধ্যে বাংলাদেশে এসে খেলার প্রস্তাবে রাজি হয়েছে আজারবাইজান নারী দল। ত্রিদেশীয় সিরিজে ভিয়েতনামের অংশ নেওয়ার কথা থাকলেও দেশটি পরে ‘না’ করে দিয়েছে। বাফুফে এখন ভিয়েতনামের বিকল্প প্রতিপক্ষ খুঁজছে। তবে এখনো কোনো প্রতিপক্ষ পাচ্ছে না তারা। এ জন্য বাফুফেকে রীতিমতো গলদঘর্ম হতে হচ্ছে।

তৃতীয় প্রতিপক্ষ দেশ খোঁজা প্রসঙ্গে বাফুফের নারী উইংয়ের প্রধান মাহফুজা আক্তার কিরণ জানান, ‘তৃতীয় দল এখনো ঠিক হয়নি। আমরা আশিয়ান, ইস্ট এশিয়া, সেন্ট্রাল এশিয়া থেকে দল আনার চেষ্টা করে যাচ্ছি। এখন পর্যন্ত কোথাও থেকে কনফারমেশন পাইনি।’ তৃতীয় দল পাওয়া গেলে শেষ পর্যন্ত উয়েফার সদস্য দেশ আজারবাইজানের সঙ্গেই দুই ম্যাচের সিরিজ খেলার সম্ভাবনা আছে আফঈদা-ঋতুপর্ণাদের। এই সিরিজের আগে এ মাসেই নারী ফুটবল দল এশিয়ান কাপের প্রস্তুতি হিসেবে ফিফা ফ্রেন্ডলি খেলবে থাইল্যান্ডের বিপক্ষে। ২৫ ও ২৮ অক্টোবর ম্যাচ দুটি হবে থাইল্যান্ডে।

বর্তমানে বাংলাদেশ নারী ফুটবল দল বিশেষ ক্যাম্প করছে চট্টগ্রামে। সেখান থেকে তারা ঢাকায় ফিরবে ১৭ অক্টোবর। জাতীয় দলের ক্যাম্পে ডাক পাওয়া ১০ ফুটবলার আছেন ভুটানে। তাদের ১৮ অক্টোবর আসার কথা রয়েছে। তারা এলেই পুরো দল পাবেন প্রধান কোচ পিটার বাটলার। তার অধীনে কয়েক দিন অনুশীলন করে দল চলে যাবে থাইল্যান্ডে। আগামী বছররে মার্চে অস্ট্রেলিয়ায় হবে এএফসি নারী এশিয়ান কাপ এবং এপ্রিলে থাইল্যান্ডে হবে এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ। দুটি আসরেই প্রথমবারের মতো খেলবে বাংলাদেশ নারী দল।