ঢাকা শনিবার, ০৪ অক্টোবর, ২০২৫

আহমেদাবাদ টেস্টে রাহুলের সেঞ্চুরি

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ৪, ২০২৫, ০১:৫৬ এএম

সফরকারী ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ভারতের দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরু হয়েছে। আহমেদাবাদ টেস্টে প্রথম দিনই সিরাজ-বুমরাহদের তোপে প্রথম ইনিংসে ১৬২ গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। ২ উইকেটে ১২১ রান নিয়ে দিন শেষ করে ভারত। গতকাল দ্বিতীয় দিনে ভারত বড় লিড নেয়। আগের দিন ৫৩ রানের অপরাজিত থাকা লোকেশ রাহুল গতকাল সেঞ্চুরি পূর্ণ করেন।

আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ঝলক দেখালেন ভারতের ওপেনার রাহুল। দীর্ঘ ৯ বছর পর দেশের মাটিতে সেঞ্চুরি তুলে নিলেন তিনি। প্রথম দিনের মতোই দাপট দেখিয়ে দ্বিতীয় দিনে ব্যাট হাতে নেমে ১৯০ বলে ১২ চার মেরে ক্যারিয়ারের ১১তম এবং ভারতের মাটিতে দ্বিতীয় শতক পূর্ণ করেন রাহুল। এর আগে ২০১৬ সালের ডিসেম্বরে চেন্নাইয়ে ইংল্যান্ডের বিপক্ষে করেছিলেন ১৯৯ রান।

তার ব্যাটিং নৈপুণ্যে ৩ উইকেটে ২১৮ রান নিয়ে লাঞ্চ বিরতিতে যায় ভারত। অধিনায়ক শুভমান গিলও দেখিয়েছেন ঝলক। ৪ নম্বরে নেমে ১০০ বলে ৫০ রানের ইনিংস খেলেন তিনি। তবে রোস্টন চেজের বলে রিভার্স সুইপ খেলতে গিয়ে স্লিপে ক্যাচ দিয়ে ফেরেন গিল। ফলে রাহুল-গিলের ৯৮ রানের দারুণ জুটি ভেঙে যায়। এরপর লোকেশ রাহুল ঠিক ১০০ রান করে আউট হলেও শুবমান গিল, ধ্রুব জুলে ও রবীন্দ্র জাদেজার ব্যাটিং নৈপুণ্যে বড় লিডের দিকে এগিয়ে যায় স্বাগতিক ভারত। তাদের ব্যাটে রানের পাহাড় গড়ে ভারতীয়রা। টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচটি আগামী ১০ অক্টোবর শুরু হবে। এই ম্যাচ হবে দিল্লিতে।