বগুড়ার দুপচাঁচিয়া উপজেলা তালোড়া ইউনিয়নের দেবখ- মধ্যপাড়া গ্রামের ব্যবসায়ী জাহিদুল ইসলামের বাড়িতে ডাকাতি মামলায় দুই ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে দুপচাঁচিয়া থানার এসআই সজীবের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে তালোড়ার দেবখ- মধ্যপাড়া গ্রামের আবুল হোসেনের ছেলে ইমরান হোসেন (৩৭) এবং শিবগঞ্জ থানার খেওনী বিল্লাচাপর গ্রামের মৃত বজলুর রশিদের ছেলে মিনাকে (২৭) গ্রেপ্তার করে। এ বিষয়ে দুপচাঁচিয়া থানার ওসি ফরিদুল ইসলাম বলেন, ডাকাতি মামলায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। ডাকাতির মালামাল উদ্ধার না হওয়ায় অন্য আসামিদের ধরার জোর তৎপরতা চলছে।