ঢাকা রবিবার, ০৫ অক্টোবর, ২০২৫

কুরআন হিফজ করল আফনান

রূপালী ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ৫, ২০২৫, ০১:৩৯ এএম

কায়দা ও আমপারা শেখার পর পবিত্র কোরআনের হিফজ সম্পন্ন করেছেন আফনান হাসান আব্দুল্লাহ। গত ২৫ সেপ্টেম্বর রাজধানীর টঙ্গীর আল ফুরকান মাদ্রাসা শাখা থেকে হিফজ সম্পন্ন করেন। আহনান নরসিংদী বেলাব উপজেলার মো. রয়েলের ছেলে। এই কৃতিত্বের জন্য তার দাদা নরসিংদী জেলা মৎস্যজীবী দলের সহ-সভাপতি ও বেলাব উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি মোহাম্মাদ ইমান আলী সকলের কাছে দোয়া চেয়েছেন।

এ বিষয়ে ইমান আলী বলেন, ‘নাতীর এই সাফল্যে আমরা খুবই খুশি। একজন বড় আলেম হতে সে সবার কাছে দোয়া চেয়েছে।’

বাবা মো. রয়েল বলেন, ‘মহান আল্লাহ আমার ইচ্ছা পূরণ করেছেন। স্বপ্ন ছিল ছেলেকে হাফেজ বানানোর। ছেলেটা আমাদের স্বপ্ন পূরণ করেছে। তার এই অর্জনে পরিবারের সবাই খুশি। আমি আমার ছেলের জন্য সবার কাছে দোয়া চাই।’