ঢাকা শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫

খাগড়াছড়িতে বাস উল্টে প্রাণ গেল দুজনের, আহত ১২

খাগড়াছড়ি প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ১৮, ২০২৫, ০১:২২ এএম

খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার সাপমারা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে দুইজন নিহত হয়েছেন। এ সময় অন্তত ১২ জন আহতের খবর পাওয়া গেছে। গতকাল শুক্রবার বেলা সোয়া ১১টার দিকে ঢাকা-খাগড়াছড়ি আঞ্চলিক সড়কে সাপমারা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- দীঘিনালার কবাখালি এলাকার বাসিন্দা আব্দুর রাজ্জাক ও অনিল চাকমা।

আহতদের মধ্যে ছয়জনের নাম জানা গেছে। তারা হলেন- মো. রাইদুল ইসলাম (৩০), মো. আতাউর রহমান (৬১), শাহানা বেগম (৫০), সুপর্ণা চাকমা (৩), রেহানা চাকমা (৩০) ও মনি চাকমা (১৮)। আহতরা খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার সকালের দিকে রাঙামাটির বাঘাইছড়ি থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী ‘শান্তি পরিবহনের’ একটি বাস সাপমারা এলাকায় পৌঁছালে পুলিশ চেকপোস্টর পর নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এ ঘটনায় কমপক্ষে ১০-১২ জন আহত হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে ফায়ার সার্ভিস ও পুলিশ। পরে ঘটনাস্থল থেকে দুজনের মরদেহ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, উল্টে যাওয়া বাসটির নিচে আরও একাধিক মরদেহ থাকতে পারে।

সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী, স্থানীয়দের সহযোগিতায় মাটিরাঙ্গা ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে পাঠায়।

মাটিরাঙ্গা সার্কেলের সহকারী পুলিশ সুপার কাজী ওয়াজেদ আলী বলেন, ‘বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এ সময় ঘটনাস্থলেই দুইজন নিহত হন। উদ্ধার কার্যক্রম চলমান আছে। পরে বিস্তারিত জানানো হবে।’