ঢাকা শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫

আসামি গ্রেপ্তার

নোয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ১৮, ২০২৫, ০১:২৯ এএম

নোয়াখালীর সুবর্ণচর উপজেলার পশ্চিম চরজুবলীতে সংঘটিত সুব্রত চন্দ্র দাস (৪৭) হত্যা মামলার মূল আসামি নূর মোহাম্মদকে (৫৭) গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাতে সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নের উত্তর ওয়াপদা বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার নূর মোহাম্মদ উপজেলার চরজুবলী ইউনিয়নের মধ্যম বাগ্যা গ্রামের প্রয়াত আলী আহম্মদের ছেলে। চরজব্বর থানার ওসি শাহীন মিয়া বলেন, গত ১৩ অক্টোবর দুপুরে উপজেলার পশ্চিম চরজুবলী এলাকা থেকে সুব্রত চন্দ্র দাসের মরদেহ উদ্ধার করা হয়। মামলা রুজু করার পর পুলিশের একাধিক টিম অভিযান শুরু করে। প্রাথমিক তদন্ত ও প্রত্যক্ষদর্শীদের দেওয়া তথ্য এবং তথ্য-প্রযুক্তির সহায়তায় হত্যাকা-ের মূল আসামি হিসেবে নূর মোহাম্মদকে শনাক্ত করা হয়। গত বৃহস্পতিবার গভীর রাতে সদর উপজেলার উত্তর ওয়াপদা বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।