ফরিদপুরের সদরপুরে মা ইলিশ সংরক্ষণে বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ কারেন্ট জাল ও ইলিশ মাছ জব্দ করেছে উপজেলা মৎস্য অধিদপ্তর। গতকাল শুক্রবার ভোর ৪টা থেকে বেলা ১১টা পর্যন্ত উপজেলার চন্দ্রপাড়া ঘাট এলাকার পদ্মা নদীতে পরিচালিত অভিযানে ৮০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল ও ৭০ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়। পরে জব্দকৃত জাল নদীর পাড়ে জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয় এবং জব্দকৃত ইলিশ স্থানীয় বিভিন্ন এতিমখানা, মাদ্রাসা ও দরিদ্র মানুষের মধ্যে বিতরণ করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মেহেদী হাসান। তিনি বলেন, ইলিশের প্রজনন মৌসুমে অবৈধ জাল ব্যবহার রোধে আমাদের অভিযান চলছে এবং এটি অব্যাহত থাকবে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।