ঢাকা শনিবার, ০৮ নভেম্বর, ২০২৫

মরদেহ উদ্ধার

নোয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ৮, ২০২৫, ০৫:৫৩ এএম

নোয়াখালীর বেগমগঞ্জে অজ্ঞাত এক যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাত সোয়া ২টার দিকে উপজেলার চৌমুহনী চৌরাস্তা পৌর বাস টার্মিনালের পাশে পরিত্যক্ত একটি মাছের আড়ত থেকে ওই যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। তবে তার নাম-পরিচয় শনাক্ত করা যায়নি।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার চৌমুহনী চৌরাস্তা পৌর বাস টার্মিনালের দক্ষিণ পাশে পরিত্যক্ত মাছের আড়তে এক যুবকের ঝুলন্ত মরদেহ দেখতে পায় স্থানীয় বাসিন্দারা। নিহত যুবকের শরীরে ছোট ছোট আঘাতের চিহ্ন ও রক্তাক্ত ছিল। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে নোয়াখালী সদর হাসপাতালের মর্গে পাঠায়। বেগমগঞ্জ মডেল থানার ওসি লিটন দেওয়ান বলেন, নিহত যুবকের বয়স ৩০-৩৫ হবে। তবে মরদেহটি কার তা এখনো জানা সম্ভব হয়নি। আমরা নিহতের পরিচয় বের করার চেষ্টা করছি।