গাজীপুরের কোনাবাড়ীতে একটি বহুতল ভবনে অভিযান চালিয়ে ১ হাজার ৫০০ পিস ইয়াবা ও নগদ ১০ হাজার টাকা উদ্ধার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাত দেড়টার দিকে কোনাবাড়ী কাঁচাবাজারের পেছনে আকুরা নামের একটি ভবনে অভিযান চালিয়ে ইয়াবা ট্যাবলেটগুলো উদ্ধার করা হয়। জিএমপির কোনাবাড়ী থানার ওসি মো. সালাউদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে কোনাবাড়ী কাঁচাবাজারের পেছনে আকুরা নামের একটি ভবনের ছয়তলার ৩০১ নম্বর রুমে অভিযান চালানো হয়। এ সময় রুমের একটি ফ্রিজে কার্টুনের ভেতর থেকে ১ হাজার ৫০০ পিস ইয়াবা ও নগদ ১০ হাজার টাকা উদ্ধার করা হয়। তবে পুলিশি উপস্থিতি টের পেয়ে ইয়াবার কারবারি শাহীন মিয়া পালিয়ে যায়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে।

