কুড়িগ্রামের ফুলবাড়ীতে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৪১ কেজি ৫০০ গ্রাম ভারতীয় গাঁজা উদ্ধার করেছে বিজিবি। গত সোমবার রাত সোয়া ৯টার দিকে উপজেলার অনন্তপুর সীমান্ত এলাকায় অনন্তপুর বিওপির বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে এ গাঁজা উদ্ধার করে। এ সময় চোরাকারবারিরা বিজিবির ধাওয়া খেয়ে ভারতে পালিয়ে যায়। ফলে কোন চোরাকারবারিকে আটক করা সম্ভব হয়নি। বিজিবি জানায়, গোপন গোয়েন্দা তথ্যে জানা যায়, চোরাকারবারিরা ভারত থেকে মাদক পাচার করার চেষ্টা করবে। এরপর রাত ৯টা ১৫ মিনিটে পশ্চিম রামখানা এলাকায় বিজিবির টহল দল অবস্থান নেয়। অভিযানের একপর্যায়ে সন্দেহজনক ব্যক্তিদের গতিবিধি দেখে বিজিবি ধাওয়া করলে তারা মালামাল ফেলে দৌড়ে ভারতের ভেতরে পালিয়ে যায়। পরে ফেলে যাওয়া বস্তা তল্লাশি করে ৪১ কেজি ৫০০ গ্রাম ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়। যার সিজার মূল্য ধরা হয়েছে ১ লাখ ৪৫ হাজার ২৫০ টাকা।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন