ঝালকাঠি শহরের পালবাড়ি এলাকার বাসন্ডা নদী থেকে দুলাল খান (৬০) নামে এক সবজি বিক্রেতার মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে স্থানীয়রা খালে ভাসমান মৃতদেহটি দেখে থানায় খবর দিলে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে। নিহত দুলাল খান সদর উপজেলার কালীআন্দার এলাকার মৃত কালু খানের ছেলে।
পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, দুলাল পেশায় একজন সবজি ব্যবসায়ী ছিলেন। প্রতিদিনের মতো তিনি নৌকায় করে সবজি এনে শহরে বিক্রি করতেন। গত ১৬ নভেম্বর বাজার শেষে নৌকাযোগে বাড়ি ফেরার সময় বাদামতলা খেয়াঘাট এলাকায় হঠাৎ নৌকা থেকে পড়ে তিনি নিখোঁজ হয়ে যান। তাৎক্ষণিক খোঁজাখুঁজি চালালেও তাকে আর পাওয়া যায়নি। সদর থানার ওসি মনিরুজ্জামান জানান, খবর পেয়ে আমি ফোর্স পাঠিয়ে মরদেহটি উদ্ধার করি। পরে পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন