গোপালগঞ্জের মুকসুদপুরে অন্তঃসত্ত্বা গৃহবধূ ইতি খাতুন হত্যা মামলার প্রধান আসামি ও তার স্বামী রাসেল শেখকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। গত বৃহস্পতিবার রাতে কুমিল্লার দেবীদ্বার উপজেলার চরবাকর বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে র্যাব-৬ ও র্যাব-১১ এর একটি যৌথ দল। রাসেলের বাড়ি মুকসুদপুর থানার গোবিন্দপুর ইউনিয়নের লতিফপুর গ্রামে।
র্যাব-৬ সূত্র জানায়, পারিবারিক কলহের জেরে স্বামী রাসেল শেখসহ অন্যান্য আসামিরা ইতি খাতুনকে হত্যা করেন। পরে লাশ বস্তাবন্দি করে ইট বেঁধে নিজেদের পুকুরে কচুরিপানার নিচে লুকিয়ে রাখা হয়। চার মাসের অন্তঃসত্ত্বা ইতি খাতুনকে ২৩ নভেম্বর থেকে নিখোঁজ পাওয়া যাচ্ছিল।
গত ৩০ নভেম্বর সন্ধ্যায় স্থানীয়রা পুকুরে কচুরিপানার মধ্যে বস্তাবন্দি অবস্থায় লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেয়। পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।
এ ঘটনায় নিহতের ভাই মো. সেলিম বাদী হয়ে মুকসুদপুর থানায় রাসেল শেখকে প্রধান আসামি করে হত্যা মামলা দায়ের করেন। র্যাব জানিয়েছে, গ্রেপ্তারকৃত রাসেলকে আইনগত প্রক্রিয়া শেষে থানায় হস্তান্তর করা হবে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন